এগুলো হ'ল বাঁশ - একটি জেন গল্প
এটি একটি গূঢ় জেন গল্প এক গুরুকে নিয়ে যিনি এক অনন্য এবং আপাত অদ্ভুত পন্থায় বুদ্ধের উপদেশ এক শিষ্যকে ব্যাখ্যা করছেন।
গল্প: একজন ব্যক্তি যিনি বুদ্ধের জীবন সম্পর্কে শুনেছিলেন, নিজের ভিতরে উচ্চতর অবস্থায় পৌঁছনোর আকাঙ্ক্ষা করতে শুরু করলেন, ঠিক যেমনটি বুদ্ধ করেছিলেন। তিনি অনেক গুরুর সাথে সাক্ষাৎ করলেন এবং বুদ্ধের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু তিনি তাঁদের ব্যাখ্যায় সন্তুষ্ট ছিলেন না। তখন একজন তাঁকে বললেন যে অমুক পাহাড়-চূড়োয় এক গুরু থাকেন আর তিনি বুদ্ধের বিষয়ে সবকিছু জানেন। সেই লোকটি বললেন, "তাঁকে গিয়ে জিজ্ঞাসা করুন।"
তো সেই লোকটি দুর্গম পাহাড়ি পথ বেয়ে উঠলেন, অবশেষে গুরুর কুটিরে পৌঁছে ভিতরে গেলেন। তিনি লক্ষ্য করলেন, সেখানে ইতিমধ্যেই অনেক শিষ্য উপস্থিত। গুরু তাঁর শিষ্যদের সাথে কথা বলছিলেন। যখন তিনি এনাকে দেখলেন,গুরু তাঁকে কাছে আসতে বললেন আর জিজ্ঞাসা করলেন,"আপনি কী চান?"
লোকটি বললেন,"আমি বুদ্ধের উপদেশের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি। আমি অনেক পণ্ডিতের সাথে সাক্ষাৎ করেছি, কিন্তু কেউই আমার প্রশ্নের পুরোপুরি উত্তর দিতে পারেননি। আমি শুনেছি যে আপনি অন্য সকলের চেয়ে আরো ভালো ভাবে এর ব্যাখ্যা করতে পারবেন, তাই আমি আপনার কাছে এসেছি।"
"ওহ! দয়া করে বসুন। সবাই চলে গেলে আমি আপনাকে বলবো,"জেন গুরু বললেন।
লোকটি সন্তুষ্ট হলেন। তিনি সিদ্ধান্তে পৌঁছোলেন যে এতজন শিষ্যকে তাঁর চারপাশে জড়ো করেছেন তো এই গুরুটি নিশ্চয় সত্যিই ভালো হবেন। গুরু তাঁর প্রত্যেকটি শিষ্যের সাথে কথা বললেন আর তারপর তাঁদের নিজেদের কাজে পাঠিয়ে দিলেন। অবশেষে তিনি এই লোকটির কাছে এসে বললেন, "আসুন আমার সাথে!" তিনি লোকটিকে ঢালের মধ্যে দিয়ে পথ দেখিয়ে নিয়ে গেলেন। বেশ কিছুটা পেরিয়ে এসে তাঁরা কিছু গাছপালার সামনে এসে দাঁড়ালেন। গুরু ওটাকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন,"এটা কি?"
লোকটি উত্তর দিলেন,"বাঁশ।"
গুরু তখন পাশে থাকা অন্য অঙ্কুরিত বাঁশগুলোর দিকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন,"যখন আপনি এগুলোর দিকে তাকান,আপনি কি দেখেন?"
লোকটি বললেন,"ঐ বাঁশটি লম্বা। এই বাঁশটি এখনও বড় হয়নি আর এটা ছোট।"
গুরু বললেন,"এগুলো বাঁশ!" আর তাঁর কুটিরের দিকে হাঁটা লাগালেন।
সদগুরু: বলা যাক আপনি ছ'ফুট লম্বা। যখন আপনি সাড়ে পাঁচ ফুটও ছোঁয়নি এমন মানুষজনের মধ্যে আছেন, আপনি নিজেকে লম্বা মনে করবেন। আপনি একজন লম্বা মানুষের মত হাঁটাচলা করবেন,আপনি একজন লম্বা মানুষের মত বসবেন আর একজন লম্বা মানুষের মত দৌড়োবেন। আমরা যদি হঠাৎ আপনাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দিই, যেখানে নূন্যতম উচ্চতা হল আট ফুট, হঠাৎ করে আপনি নিজেকে বেঁটে অনুভব করবেন, একজন বেঁটে মানুষের মত চলাফেরা করবেন এবং একজন বেঁটে মানুষের মত ওঠাবসা করবেন।লোকজন তাঁদের পঞ্চ-ইন্দ্রিয় থেকে যে উপসংহার গুলো টানে, সেগুলো প্রধানত অন্য কিছুর সাথে তুলনা করে। আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম পরিচালনা করার জন্যই কেবলমাত্র তুলনা করা প্রয়োজন। আপনি যদি এমন কিছু স্পর্শ করেন, যেটা শীতল,এর মানে শুধু এটাই যে আপনার শরীর উষ্ণ। এইভাবে তুলনা করে নানা বিষয়কে দেখা, সত্যিকারের উপলব্ধি নয়। আপনি যদি জীবনকে তার প্রকৃত মাত্রায় উপলব্ধি করতে চান,আপনাকে তুলনা করা আর উপসংহার টানা অবশ্যই বন্ধ করতে হবে যে এটা উঁচু বা নীচু, লম্বা বা বেঁটে, সুন্দর বা কুৎসিত। আপনি ছ'ফুট বা আট ফুট- যেমনই লম্বা হ'ন না কেন, পরিণামে তো আপনি স্বয়ং নিজেই থাকছেন।
এটা বুদ্ধের উপদেশ হোক বা যোগের মূলসূত্র, এটা শুধুই জীবন যেমন তাকে ঠিক তেমন ভাবে উপলব্ধি করার বিষয়। এটা ঘটতে হলে, পঞ্চ- ইন্দ্রিয়ের মাধ্যমে যেসব রেকর্ড হচ্ছে আপনাকে তার ঊর্ধ্বে যেতে হবে।
Editor’s Note: Read this article where Sadhguru explains what Zen is and how it came to be such an effective means towards the Ultimate.