ইন্টারনেটে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম নিয়ে যথেষ্ট ভুল ব্যাখ্যা করা হয়। এই হিন্দু আসলে কোনও ধর্ম নয়। ভারতের উপর হওয়া বিভিন্ন বৈদেশিক আক্রমণে, ভারতের রাজনৈতিক বদলে, সাংস্কৃতিক মিশ্রনে হিন্দু একটা ধর্মের আকার নিয়েছে। প্রকৃতই এদেশে কোনও ধর্ম নেই, আছে শুধু সত্যকে জানবার ইচ্ছা, এবং তা ছিল, আছে, আর আগেও থাকবে। আমাদের রিলিজিয়ন বা মাজহাব এর সঙ্গে ধর্মকে গোলানো উচিত নয়। ইংরেজি ভাষায় যা রিলিজিয়ন ও ভারতীয় আদি ভাষায় যা ধর্ম, তা এক নয়। উর্দু ভাষায় যা মাজহাব ও ভারতীয় আদি ভাষায় যা ধর্ম, তা এক নয়। হিন্দুরা আসলে কে? হিন্দু ধর্মের আসল পরিচয় কী? হিন্দু সভ্যতা এতো হাজার বছর ধরে কীভাবে টিকে আছে? এবং আজকের বিশ্বে হিন্দু ধর্মের যে অপরিমেয় তাৎপর্য, ইত্যাদি বহু গুরুত্বপূর্ণ ও বহুজিজ্ঞাসিত প্রশ্ন নিয়ে সদগুরু অত্যন্ত গভীর ও সাবলীল এক আলোচনা প্রদান করলেন।