প্র: সদগুরু, একজন গুরুর সাহায্য ছাড়া কি আধ্যাত্মিক উন্নতি সম্ভব? এবং কী করে একজন বুঝবে যে কে সেই সঠিক ব্যাক্তি, যিনি তাকে সঠিক পথে চালিত করবেন?

সদগুরু: আমি যদি আপনাকে একটা টর্চ লাইট দিই, তাহলেই আপনি নিজের বাড়ি খুজে পাবেন - এমনটা নয়। একটা টর্চ আলো দেয় - যাতে করে আপনি কোন নালায় বা গর্তে পা না ফেলেন, কিন্তু আপনি সেটা কীভাবে ব্যবহার করবেন আর আপনি ঠিক পথে হাটবেন কিনা সেটা পুরোপুরিই আপনার হাতে। অনেক মানুষ টর্চ হাতে নিয়েও তাদের মৃত্যুর দিকেই হেঁটেছেন। এমনকি হেডল্যাম্প নিয়েও তারা সেটা করেছেন! আপনি কি করবেন সেটা সবসময়ই আপনার উপর। তাহলে কে সবথেকে ভালো আলো? আপনার সে বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত নয়। যদি কোনও কিছু আপনার জন্যে খুব ভালো কাজ করে, যদি সেটা আপনার জীবনকে উন্নত করে, তাহলে আরেকটু বেশি শক্তি ও সময় ব্যয় করে আরেকটু বেশি চেষ্টা করুন।

যে কারণে চিরকাল গুরুর প্রতি এত বেশী গুরুত্ব ও জোর দেওয়া হয়েছে তা হল একজন গুরু ছাড়া আপনি নিজের রুপান্তর ঘটাতে পারেন না। আপনি যেটা জানেন সেই দিকে চেষ্টা করে এগোনো সম্ভব কিন্তু আপনি নিজেকে এমন একটা কিছুতে কিভাবে রুপান্তরিত করবেন, যেটা আপনি জানেন না? সেটা করতে হলে, আপনাকে এতটাই সচেতন হতে হবে যে আপনি অস্তিত্বের শক্তির প্রতিটি বিষয়ের স্বাভাবিক প্রবণতা দেখতে পাবেন। যার এরকম সচেতনতার বোধ রয়েছে একমাত্র তিনিই পারেন গুরু ছাড়া হাঁটতে।


 

গুরুর কৃপায় এক মুহুর্তে - কেবল তার হাতের একটা তালিতেই অনেক কিছু হতে পারে। কখনও কখনও বিশেষ কোন পরিস্থিতি বা শক্তি লোকজনের মধ্যে কিছু ঘটাতে পারে। এরকম পরিস্থিতিতে তারা গুরুর মতোই আচরণ করছে - হয়ত ভৌত শরীরে নয়, কিন্তু সেটাই ঘটছে। নিজেকে এমনকিছুতে রুপান্তরিত করা - যা আপনি জানেন না, বা যার স্বাদ আপনি পাননি, যুক্তিগতভাবে সেটা অসম্ভব। আমি এটা পুরোপুরি অসম্ভব বলছি না। এটা সম্ভব, কিন্তু কেবল গুটিকয়েক মানুষের পক্ষে। বেশিরভাগের মানুষের জন্য এর সম্ভাবনা খুবই ক্ষীণ।

প্র: তাহলে সেটা কি যা কিছু মানুষকে গুরুর সান্নিধ্য পাওয়ার সুযোগ দেয়, যেখানে বাকিরা সেটা পান না?

সদগুরু: তাহলে আপনি এটা ভাবতে চাইছেন যে আপনারা ঈশ্বরের বাছাই করা কয়েকজন প্রিয়পাত্র। আপনি কি জানেন প্রিয়পাত্ররা সবসময়ই চিরন্তন ঝামেলার মধ্যে পড়েন? আপনাদের একটা ঠাট্টা শোনাই। একবার পৃথিবীর ইহুদী সম্প্রদায়ের নেতা জসুয়া গোল্ডবার্গ ভগবানের সাথে তার বাৎসরিক সান্ধ্যভোজনের দিন ঠিক করলেন। তিনি সান্ধ্যভোজে গেলেন; ঈশ্বরও এলেন এবং তার সাথে টেবিলে বসলেন। সান্ধ্যভোজে কিছু টুকরো পাউরুটি পরিবেশন করা হয়েছিল। ভগবান বললেন 'কৃপা' এবং খেতে শুরু করলেন। জসুয়া খালি বসে রইলেন। ভগবান তাকে দেখলেন আর বললেন, "জসুয়া, আমার বাছা, তুমি খাচ্ছোনা কেন?" জসুয়া বললেন, "পিতা, আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি?" ভগবান জবাব দিলেন, "বেশ, আমার পুত্র।" জসুয়া জিজ্ঞাসা করলেন,"প্রিয় পিতা, আমরা সত্যিই আপনার বাছাই করা প্রিয়পাত্র?" ভগবান জবাব দিলেন, "কেন বৎস, কেন তুমি সন্দেহ করছো? হ্যাঁ, তোমরাই পছন্দের প্রিয়পাত্র।" জসুয়া জিজ্ঞাসা করলেন, "পিতা, আমরা কি সত্যি সত্যিই পছন্দের প্রিয়পাত্র?" "হ্যাঁ জসুয়া, তুমি সন্দেহ করতে শুরু করেছ কেন? তোমরাই প্রিয়পাত্র।" তারপর জসুয়া জিজ্ঞাসা করলেন, "আমরা কি সত্যি সত্যি সত্যিই পছন্দের প্রিয়পাত্র?" " হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, তোমরাই বাছাই করা প্রিয়পাত্র!" তখন জসুয়া টেবিল থেকে উঠে দাঁড়ালেন, জ্যাকেটটা ঠিক করলেন আর বললেন, "কিছুক্ষণের জন্য আপনি বরং অন্য কাউকে বেছে নিন!"

সুতরাং, কোন একজন ব্যক্তি কেন একটি বিশেষ সম্ভাবনার নাগাল পান? একজন গুরু কোন ব্যক্তি নয়, বরং একটা সম্ভাবনা। এমনটা নয় যে কেবল কিছু নির্দিষ্ট মানুষই এই সম্ভাবনার নাগাল পান। প্রত্যেকে হয়ত ব্যাক্তিটির নাগল পান না, কিন্তু যে কেউই যিনি প্রকৃতই আকুল হন তিনি সবসময়ই এই শক্তির নাগাল পান।

যতজনকে আমি দীক্ষা দিয়েছি, তার মধ্যে যাদের সাথে আমার দেখা হয়েছে এমন লোকের থেকে দেখা হয় নি এমন লোকের সংখ্যা বেশী। এটাই ঘটনা। যখন কেউ প্রকৃতই মন থেকে চান, যখন আমাকে গ্রহণ করার আকাঙ্খা যথেষ্ট গভীর হয় তখন আমি তাদের দীক্ষা দিই, সে তারা যেখানেই থাকুন না কেন। যখন কারোর হৃদয় জানার জন্য আকুল হয়, আমি সর্বদা সেখানে আছি। সম্ভাবনার প্রসঙ্গে - এই সম্ভাবনাটা আরও অনেক বেশী মানুষের সাথে ঘটেছে যারা কখনও আমার সামনে আসেন নি। কিন্তু আপনি যদি মানুষটির কথা বলেন, সেটার অতখানি গুরুত্ব নেই।


 

একজন গুরুর সান্নিধ্যে থাকা কখনই সুখকর হয় না কারণ তিনি আপনার সমস্ত সীমাবদ্ধতা এবং মতাদর্শকে ভেঙ্গে দেবেন। মানুষটিকে জানা বা তাঁর নাগাল পাওয়া নানা স্তরে হতে পারে৷ একমাত্র কারও মন থেকে গভীর চাওয়া থাকলে তবেই সম্ভাবনাটির নাগাল পাওয়া যায়। অনেক মানুষ আছেন যারা ব্যক্তিটির নিকটে পৌঁছাতে পারেন কিন্তু এখনও সম্ভাবনার বিষয়ে কিছুই জানেন না। এটা অনেকেই অনেকভাবে ব্যক্ত করেছিলেন কিন্তু গৌতম-বুদ্ধ এটাকে খুব সুন্দরভাবে ব্যক্ত করেছিলেন। আনন্দ তীর্থ যিনি প্রতিনিয়ত গৌতমের সাথে তার সারাজীবন ছিলেন, তিনি শেষ মুহূর্ত পর্যন্ত আত্মজ্ঞান লাভ করেন নি। যখন লোকজন জিজ্ঞাসা করেন, "এই মানুষটি আপনার সাথে সর্বক্ষণ রয়েছেন। ওনার সাথে এখনও কিছু ঘটল না কেন?" প্রত্যুত্তরে গৌতম প্রশ্ন করেন, "একটা চামচ কি কখনও ঝোলের স্বাদ নিতে পারে?" এটাই সব বলে দেয়। আপনার সংবেদনশীলতা দরকার। আপনাকে জীবনের প্রতি সংবেদনশীল হতে হবে, অহং বোধে নয়।

Editor’s Note: For more of Sadhguru’s insights, download the ebook Mystic’s Musings. Not for the faint-hearted, this book deftly guides us with answers about reality that transcend our fears, angers, hopes, and struggles. Sadhguru keeps us teetering on the edge of logic and captivates us with his answers to questions relating to life, death, rebirth, suffering, karma, and the journey of the Self. Download the sample pdf or purchase the ebook.