এক অন্বেষী সদগুরুকে প্রশ্ন করেন, কর্মফল যখন নানাভাবে, ক্রমাগত রেকর্ড হয়ে চলেছে, তবে কি এটা মানুষকে কষ্টের মধ্যে রাখার একটা বিস্তৃত ফাঁদ নয়? সদ্গুরু ব্যাখ্যা করলেন, যখন কেউ কোনো বাধ্যবাধকতা থেকে নয়, বরং স্বেচ্ছায় জীবনযাপন করেন, তখন কর্মফল আপনার যাই হোক না কেন, জীবনটা আপনি কিভাবে চালনা করবেন, তা ১০০% আপনারই হাতে।