আকাশ - এক উচ্চতর বুদ্ধিমত্তা
কখনও কি ভেবে দেখেছেন কেন জীবন প্রতি পদে আপনার বিপক্ষে যাচ্ছে বলে মনে হয়? বা কেন কিছু মানুষের জন্য লাল গালিচা পাতা আছে বলে মনে হয়? সদগুরু ব্যাখ্যা করছেন যে 'আকাশীয় বুদ্ধিমত্তা' বলে একটা বিশেষ বুদ্ধিমত্তা আছে যেটা আমরা কিভাবে জীবন কাটাবো- সে ব্যাপারে একটা ভূমিকা পালন করে।
সদগুরু: মানুষকে একটি বৃহত্তর সম্ভাবনার জন্য পুষ্টি যোগাতে জল, বায়ু, মাটি, অগ্নি এবং পঞ্চম মাত্রাটি - যেটি সবচেয়ে বিশাল, মহাশূন্য বা আকাশ - কি রকম আচরণ করে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আকাশ বা মহাশূন্য হলো মৌলিক উপাদান। একে পঞ্চম উপাদান বলাটা ঠিক নয়, কারণ এটাই মূল উপাদান। বাকি চারটে তো এর ওপর খেলা করে মাত্র।
আজকাল আধুনিক বিজ্ঞান স্বীকার করছে যে আকাশীয় বুদ্ধিমত্তা বলে কিছু আছে। অর্থাৎ, শূন্যস্থানেরও একটা বিশেষ বুদ্ধিমত্তা আছে। এই বুদ্ধিমত্তা আপনার পক্ষে কাজ করছে নাকি বিপক্ষে কাজ করছে - সেটাই নির্ধারণ করবে আপনার জীবনের প্রকৃতি; আপনি একজন ভাগ্যশালী ব্যক্তি, নাকি এমন একজন - যার বাকি জীবনটা হোঁচট খেয়ে কাটবে। কোন কারণ ছাড়াই কিছু মানুষ জীবনের আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছেন, তাই না? আবার কিছু মানুষ যেন বিনা কারণেই সবদিকে সৌভাগ্যশীল। এটা এমনি এমনি ঘটে না। এই বৃহত্তর সক্রিয় বুদ্ধিমত্তার সহযোগিতা পাওয়া - এটা সচেতন বা অচেতনভাবে আপনারই কৃতিত্ব।
Editor's Note: Sadhguru speaks about the akashik records, and explains that it is a way of accessing an eternal fount of knowing, in the non-physical dimension.
Akash: space, sky
Editor’s Note: Excerpted from Sadhguru’s discourse at the Isha Hatha Yoga School’s 21-week Hatha Yoga Teacher Training program. The program offers an unparalleled opportunity to acquire a profound understanding of the yogic system and the proficiency to teach Hatha Yoga. The next 21-week session begins on July 16 to Dec 11, 2019. For more information, visit www.ishahathayoga.com or mail info@ishahatayoga.com