সদগুরু আমাদের বলছেন যে কেন আমাদের সমাজের তৈরী করা সাফল্য আর ব্যর্থতার ধারণা দ্বারা চালিত হওয়া উচিত নয়। আমরা যদি জীবনকে এক বৃহত্তর সম্ভাবনার প্রথম ধাপ হিসেবে গড়ে তুলি, তাহলে ব্যর্থতা বলে কিছু থাকে না।

প্রশ্ন: আমরা ব্যর্থতার ভয়কে কীভাবে অতিক্রম করব?

সদগুরু: ব্যর্থতা বলে কোন জিনিস নেই। ব্যর্থতা একটা ধারণা কারণ সাফল্যও একটা বোকা বোকা ধারণা। পৃথিবীকে পাল্টানোর চেষ্টা করার থেকে, আপনি নিজের চিন্তাধারা বদলে ফেলুন। আপনি শুধু যদি সেটা বদলান, তাহলে সবকিছুই দারুন। আপনি যদি আজকে রাস্তার একজন ভিখিরি হতেন, সেক্ষেত্রে আপনি যদি একটা হোটেলে ঢুকে একটা ধোসা খেতে পারতেন, সেটাই সাফল্যের চরম হতো, তাই না?

একজন যিনি এই জীবনকে এক বৃহত্তর সম্ভাবনার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন, তার কাছে ব্যর্থতা বলে কিছু নেই।

প্রত্যেকটি চিন্তা, ভাবনা, আবেগ বা মূল্যবোধ, সবই আপনি কোথাও না কোথাও থেকে শিখেছেন আর এগুলো আপনাকে ভেতর থেকে শাসন করে। সাফল্যের এই ধারনাটা মোটেও আপনার নিজের তৈরী নয়। এটা অন্য কারোর সাফল্যের ধারণা। আপনার ধর্ম, আপনার সমাজ, আপনার সংস্কৃতি আপনাকে প্রশিক্ষিত করেছে এটা বিশ্বাস করতে যে এটাই ঠিক। অন্য কারোর চিন্তাধারার দাস হয়ে উঠবেন না; সেটাই প্রথম এবং প্রধান সাফল্য। আপনার জীবনে কত পরিমান টাকাপয়সা আসছে তার উপর সাফল্য আর ব্যর্থতা নির্ভর করে না। সাফল্য আর ব্যর্থতা এই পৃথিবীতে আপনার পাওয়া স্বীকৃতির উপরও নির্ভরশীল নয়। আপনি জীবনে সফল যখন আপনি জানেন কীভাবে আনন্দের সাথে চলতে হয়, তা সে নরকের মধ্যে দিয়ে হলেও।


 

উত্তরণের সিঁড়ি

এমন একজন যে এই জীবনের সাধারণ ঘটনাগুলিকে জীবনের লক্ষ্য হিসেবে দেখছেন, তার কাছে সাফল্য আর ব্যর্থতা আছে। আর একজন যে জীবনকে এক বৃহত্তর সম্ভাবনার সিঁড়ি হিসেবে দেখছেন, তার কাছে ব্যর্থতা বলে কিছু নেই। আপনার জীবনে ভালো কিছু ঘটল বা খারাপ কিছু, পরিস্থিতি যাই হোক না কেন, এটা সবসময়ই খুব উপযোগী - আপনি যদি এটিকে নিজের হিতার্থে কাজে লাগান।

একজন কৃষক ছিলেন যিনি হতাশ ছিলেন বিভিন্ন প্রাকৃতিক কারণ তার ফসলের গুণাগুণ নির্ধারণ করে বলে। তো একদিন তিনি শিবকে ডাকলেন আর বললেন, "আমি প্রকৃতির নানান উদ্ভট কার্যকলাপে ক্লান্ত। এটা পরিষ্কার যে আপনি একজন কৃষক নন। আমি ইতিহাস থেকে জেনেছি যে আপনি একজন শিকারী ছিলেন। চাষাবাদ কিভাবে করতে হয় আপনি জানেন না; তাহলে আপনি প্রকৃতিকে কেন আমার হাতে ছেড়ে দিচ্ছেন না? আমি কৃষক। আমি জানি কখন বৃষ্টি হওয়া উচিত, আমি জানি কখন রোদ ওঠা উচিত, আমি সব জানি। আপনি জানেন না কারণ আপনি কেবল একজন শিকারী এবং খ্যাপা সাধু। আপনি অবশ্যই ভালো কৃষক নন। সবকিছুই ভুল সময়ে হচ্ছে। আপনি এগুলো আমার হাতে ছেড়ে দিন।"

আপনার জীবনে ভালো কিছু ঘটলো বা খারাপ কিছু, পরিস্থিতি যাই হোক না কেন, এটা সবসময়ই খুব উপযোগী - যদি আপনি তাকে নিজের হিতার্থে কাজে লাগান।

শিব বেশ খোশমেজাজে ছিলেন, তো তিনি বললেন, "ঠিক আছে, আজ থেকে প্রকৃতি তোমার হাতে"। তারপর কৃষকটি তার ফসলের পরিকল্পনা করল। তো সে বৃষ্টিকে ডাকলো, "বৃষ্টি আয়!" আর বৃষ্টি চলে এলো। সে জমিতে আঙ্গুল ঢুকিয়ে দেখলো, "ঠিক আছে, ছয় ইঞ্চি অব্দি মাটি ভিজে গেছে", "বন্ধ হয়ে যা!" তারপর সে তার জমিতে লাঙ্গল চালিয়ে ভুট্টার বীজ পুঁতল এবং দু দিন অপেক্ষা করল, "বৃষ্টি!" তারপর "রোদ!" একদিন সে জমিতে কাজ করছিল, তাই "মেঘ!" সব কিছুই তার ইচ্ছামতো হল আর খুব সুন্দর ভুট্টার ফসল এলো। তিনি খুবই আনন্দে ছিলেন।

যখন ফসল কাটার সময় এলো, সে চেয়েছিল যাতে কোনো পাখী না আসে। সে খুব অবাক হলো যখন সে বলল "পাখি যেন না আসে” আর প্রথম থেকেই কোন পাখি সেখানে ছিল না। সে জমিতে গেল ফসল কাটতে কিন্তু যখন সে ফসলগুলোর দিকে তাকাল সেখানে দেখল যে গাছগুলোর মধ্যে কোন ফল আসে নি। তখন সে ভাবল "এটা কী উদ্ভট ব্যাপার? আমি কী ভুল করলাম?" সে কিছুই বুঝে উঠতে পারল না কারণ সে সব কিছুই নিজে নিয়ন্ত্রণ করেছিল - বৃষ্টি,জল, আর রোদ - সব সঠিক ভাবে।

সে শিবের কাছে ফিরে গেল আর জিজ্ঞেস করল, "আমি সব কিছুই ঠিক ভাবে করেছি কিন্তু গাছে কোনো ফল আসেনি। আপনি কি আমার ফসল নষ্ট করেছেন?" শিব বললেন,"আমি সব কিছু দেখে চলেছি; তুমি নিয়ন্ত্রণ করছিলে তাই আমি হস্তক্ষেপ করতে চাইনি। বৃষ্টি ভালো ছিল, রোদ ভালো ছগয়ালসব কিছুই ভালো ছিল কিন্তু তুমি সব হাওয়া বন্ধ করে রেখেছিলে। আমি সবসময় খুব তীব্র ঝড় বাতাস পাঠাতাম যা ফসলগুলিকে বিপর্যস্ত করে দিত, তাতে তারা উপড়ে যাওয়ার ভয় পেতো, তাই তারা তাদের শিকড় মাটির আরও গভীরে পাঠাতো আর তাই ফসল ফলত। এখন তোমার ভালো ভুট্টা গাছ হয়েছে কিন্তু ফসল আসেনি।"

একমাত্র লক্ষ্য

যেভাবে ভুট্টা গাছগুলো তীব্র বাতাসকে নিজেদেরকে শক্তিশালী করতে ব্যবহার করতো, সেভাবে আপনি জীবনের বিভিন্ন পরিস্থিতিগুলিকে হয় নিজেকে শক্তিশালী আর উন্নততর করতে ব্যবহার করতে পারেন বা আপনি বসে বসে কাঁদতে পারেন। আপনার কাছে এই বিকল্পই আছে। সমস্তকিছুই, তা সে যাই হোক না কেন, এমনকি আপনার জীবনের ভয়ঙ্করতম ঘটনাটিকেও আপনার বিকাশ আর কল্যাণের কাজে লাগানো যেতে পারে। আপনার জীবনের ছোট ঘটনাগুলি - আপনার ব্যবসা, আপনার বিয়ে, আপনার পিতামাতা হওয়া - এগুলো সবই এক একটা সিঁড়ি। এগুলো আপনার কাছে নতুন নয় কারণ ভারতীয় সংস্কৃতিতে মানুষের জীবনে এগুলো অনেক সহস্রাব্দ ধরে জেনে এসেছেন। তারা বলতেন, "আপনার জীবনের উদ্দেশ্য হল মুক্তি। আপনার বিবাহ, আপনার ব্যবসা, আপনার সামাজিক জীবন, এগুলো সবই ওখানে পৌঁছনোর অবলম্বন মাত্র। হয় আপনি এগুলো নিয়ে চলুন বা এগুলো ছাড়া - সে আপনি একজন সন্ন্যাসী হন বা একজন সংসারী - আপনার কিন্তু একমাত্র লক্ষ্য মুক্তি।"

Editor's Note: At the end of the day, how successful you are in life just depends on how well you can use your mind and body. Here, Sadhguru points out some essential qualities you should cultivate in both these dimensions. He gives you a 5-min experiment you can do every day, to generate clarity of mind. Try it out!